আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে করা সন্ত্রাসবিরোধী মামলায় দ্বিতীয় দফায় বাড়ানো আগাম জামিনের সময়সীমা শেষ হচ্ছে সোমবার (১২ সেপ্টেম্বর)। এদিন আদালতে হাজির হয়ে আবার জামিনের আবেদন করলে তৃতীয় দফায় তা আবারও বাড়ানো হয়। সন্ত্রাসবিরোধী মামলায় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। খবর ডনের।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গত মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সমাবেশে সেখানকার নারী বিচারক ও পুলিশ প্রধানকে হুমকি দেয়ার অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে। পরে ঘটনার তদন্ত শুরু করে সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত করে তার বিরুদ্ধে মামলা করা হলে আগাম জামিনের আবেদন করেন সাবেক এই ক্রিকেটার। সেসময় পহেলা সেপ্টেম্বর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন আদালত। আগের জামিনের মেয়াদ শেষ হলে ১২ সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে জামিনের মেয়াদ বাড়ানো হয়।
সোমবার দ্বিতীয় দফার জামিনের মেয়াদ শেষ হলে আদালতে উপস্থিত হন ইমরান খান। এসময় তিনি আবার জামিনের আবেদন করলে আদালত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত তাকে তৃতীয় দফায় আবার জামিন দেন।
এদিকে, জেলে যেতে ভয় পান না মন্তব্য করে ইমরান খান বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখতেই বর্তমান সরকার ‘মাইনাস ওয়ান ফমুর্লা’ প্রয়োগ করে তাকে দমনের চেষ্টা করছে। আর সে জন্য তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ, উসকানি দেয়াসহ একাধিক মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শাহবাজ সরকারকে উদ্দেশ্যে করে ইমরান খান বলেন, এই সরকার যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে জোর করেই নির্বাচন করবে তার দল ‘তেহরিক ই ইনসাফ’।
ইমরান খান বলেন, দেশের প্রকৃত স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমি প্রস্তুত। সেখানে জেল তো অনেক ছোট বিষয়। আমরা দেখতে পাচ্ছি তারা নির্বাচন থেকে দূরে থাকার চেষ্টা করছে। কারণ তারা ভালোভাবেই জানে অতীতের চেয়ে সামনে ভয়ংকর পরিস্থিতির মুখে পড়তে চলেছে তারা।
পাকিস্তানকে নতুন করে ঢেলে সাজানোর জন্য তরুণ প্রজন্মের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী একটি বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানায়, শনিবার (১০ সেপ্টেম্বর) উড্ডয়নের পর মাঝ আকাশে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়ায় জরুরি অবতরণ করে বিমানটি।
এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান পাকিস্তানের ক্ষমতাসীন সরকারকে আবারও হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তিনি সতর্ক করে বলেন, তাকে জেলে পাঠানো হলে তিনি আরও বিপজ্জনক হয়ে উঠবেন।
