হোম আন্তর্জাতিক ‘ইমরান খানকে তার নিরাপত্তারক্ষীদের দিয়ে ধরে আনা হবে’

আন্তর্জাতিক ডেস্ক :

ইমরান খানের পাহারায় নিযুক্ত নিরাপত্তা বাহিনীর মাধ্যমেই পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

রোববার (৫ জুন) টুইট বার্তায় তিনি বলেন, ‘খাইবার-পাখতুনখাওয়ার পেশওয়ার থেকে বানি গালায় ফেরার পর আইন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এখনো নিরাপত্তা দিচ্ছে সরকার। ইমরানের নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করছেন। তবে আগামী ২৫ জুন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর এই নিরাপত্তা কর্মকর্তারাই ইমরান খানকে গ্রেফতার করবেন।’ খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

পাক স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ আরও বলেন, গত ২৫ মে ইসলামাবাদে লংমার্চ চলাকালীন সহিংসতা ছড়ানোর অভিযোগে ইমরানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। জামিন শেষ হওয়ার পরপরই ইমরানকে গ্রেফতার করা হবে।

লংমার্চ চলাকালীন দেশটির রাজধানীতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে গত ২৭ মে পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং দলের নেতা আসাদ উমর, আসাদ কায়সারসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ইসলামাবাদ পুলিশ।

এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নিরঙ্কুশ ক্ষমতা উপভোগ করতে পারেননি ইমরান খান। ফলে ভালো কিছু করতে গেলেও বাধাপ্রাপ্ত হয়েছেন। গত বুধবার (১ জুন) টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেন ইমরান নিজেই।

তিনি বলেন, ‘ক্ষমতার ভরকেন্দ্রটি কোথায় ছিল, তা সবার জানা আছে। ইনস্টিটিউশনগুলো যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, তবে পাকিস্তান ভেঙে তিন টুকরো হয়ে যাবে।’

চলতি বছরের শুরুতে পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ক্রিকেটে পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশের ও প্রতিষ্ঠানগুলোর জন্য সমস্যা।

ইমরান খান আরও বলেন, বেলুচিস্তানকে বিচ্ছিন্ন করতে বিদেশে ভারতীয় থিংকট্যাংকগুলো চিন্তাভাবনা করছে। তাদের পরিকল্পনা আছে। যে কারণে আমি চাপ দিয়ে যাচ্ছি। তবে কাকে তিনি চাপ দিচ্ছেন, সেই কথা উল্লেখ করেননি।

ইমরান খানের বিরুদ্ধে যেদিন অনাস্থা ভোট হয়েছে, সেই রাতের ঘটনা স্মরণ করতে বলা হয়েছিল তাকে। তিনি বলেন, ক্ষমতায় আসার পর সরকার ছিল নাজুক অবস্থায়। জোট সরকারের অংশীদার খুঁজতে হয়েছিল। ভবিষ্যতে যদি একই অবস্থা তৈরি হয়, তবে পুনর্নির্বাচনের পথ বেছে নেবেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন