ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ আগামীকাল (০২ ডসিম্বের) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের দ্বিতীয় তলায় বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
এ নির্বাচনে ২৫২ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় ৩০ জন শিক্ষক এ নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন। শুক্রবার (০১ ডিসেম্বর) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান এ তথ্য জানান।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী শিক্ষকদের মনোনয়নপত্র সংগ্রহ ও ২৬ নভেম্বর মনোনয়নপত্র গ্রহণ করা হয়। ২৭ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এছাড়া আগামীকাল ভোট-গ্রহণ ও গণনা শেষে ফল প্রকাশ করা হবে।
নির্বাচনী তফসিলে বলা হয়, একজন ভোটারকে মনোনীত প্রার্থীদের ১৫টি ভোট প্রদান করতে হবে। পনেরটির কম বা বেশি এবং নির্দিষ্ট স্থান ব্যতীত অন্য কোনো স্থানে টিক চিহ্ন দিলে উক্ত ব্যালাটটি বাতিল বলে গণ্য হবে। পরে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ১৫ জন প্রতিনিধিদের মধ্যে থেকে আলোচনা সাপেক্ষে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষসহ ১৫টি পদ বণ্টন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
মনোনীত প্রার্থীরা হলেন- অধ্যাপক ড. মামুনুর রহমান (ইংরেজি), ড. মাহবুবর রহমান (ইইই), ড. পরেশ চন্দ্র বর্মন (আইসিটি), ড. তপন কুমার জোদ্দার (আইসিটি), ড. শেলিনা নাসরিন (হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি), অধ্যাপক ড. মাহবুবুল আরফিন (ব্যবস্থাপনা), ড. মিয়া মো. রশিদুজ্জামান (ইংরেজী), ড. রবিউল হোসেন (বাংলা), ড. তপন কুমার রায় (বাংলা), ড. রকিবুল ইসলাম (বায়োটেকনোলজী অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং), ড. আনিছুর রহমান (গণিত), ড. আব্দুল্লাহ আল মাসুদ (ইইই), ড. শামসুল আলম (ফলিত রসায়ন ও কেমিকৌশল), ড. অরবিন্দ সাহা (হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি), ড. শাহজাহান মন্ডল (আইন), ড. জাহাঙ্গীর হোসেন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), ড. আনোয়ার হোসেন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), ড. আনোয়ারুল হক (বায়োটেকনোলজী অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং), ড. এ এইচ এম আক্তারুল ইসলাম (ইংরেজি), ড. রেজওয়ানুল ইসলাম (বায়োটেকনোলজী অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং), ড. খন্দকার তৌহিদুল আনাম (আইন), ড. শাহাদৎ হোসেন আজাদ (ইংরেজি), ড. আসাদুজ্জামান (গনিত) এবং ড. ইয়াসমিন আরা সাথী (বাংলা)।
এ ছাড়া সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট), মো. শহিদুল ইসলাম (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট), মাজেদুল হক (মার্কেটিং) এবং সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন (সিএসই), ড. সাজ্জাদ হোসেন (পরিসংখ্যান) এবং ড. শাহেদ আহমেদ (অর্থনীতি)।
নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর আহবায়ক ও গণিত বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠুু ও সফল করতে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করেছি। সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা একান্ত কাম্য।