হোম অন্যান্যসারাদেশ ইবি’র দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে বাঁধন-রতন

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনাজপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৩-২৪ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিশাত সরকার (বাঁধন) সভাপতি এবং আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রতন সাহা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

রোববার (০৫ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি তাজমুল হক জাঈম, অপু রায়, আসমা খাতুন, সামিহা স্নিগ্ধা ও আব্দুল মোমিন নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন আবিদ, পবিত্র রায় পার্থ, মেহেদী হাসান মুহিত, সঞ্জয় সরকার ও কবিরুল ইসলাম কবির, অর্থ সম্পাদক শামীম আহমেদ শুভ, সহ-অর্থ সম্পাদক উত্তম রায়, দপ্তর সম্পাদক আশিক ইসলাম, সহ-দপ্তর সম্পাদক এহসান কবির শোভন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক নওশাদ আহমেদ ও মিরাজ আল জামান অনিক, প্রচার সম্পাদক ইমতিয়াজ ইমন এবং সহ-প্রচার সম্পাদক এ কে আকাশ (আতিক)।

এছাড়াও আইটি সম্পাদক মোদাচ্ছের আলী সিহার, সহ-আইটি সম্পাদক শোয়াইব বিন আছাদ, ছাত্রী বিষয়ক সম্পাদক মিন্নাতুন নাহার মুনিশা, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক নাজিয়া ফাহমিদা, সাংস্কৃতিক সম্পাদক নিরুপন শোভন, সহ-সাংস্কৃতিক সম্পাদক রিফাজুর রহমান উদয়, ক্রীড়া সম্পাদক রফিক আল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক নিলয় মাহমুদ, শিক্ষা সম্পাদক মাহফুজুর রহমান, সহ-শিক্ষা সম্পাদক লিমন, প্রকাশনা সম্পাদক ইমন সরকার, সমাজকল্যাণ সম্পাদক রায়হান জামিল, সহ-সমাজকল্যাণ সম্পাদক নাজির হোসেন এবং আবাসন সম্পাদক পংকজ রায়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন