ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জীব বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আগামী দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের সাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, অনুষদটির ডিন হিসেবে নিয়োগপ্রাপ্ত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের মেয়াদ শেষ হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
নতুন নিয়োগপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার বলেন, ‘মাত্র দায়িত্ব গ্রহণ করেছি। আগে আমি আমার কর্মক্ষেত্রটাকে বোঝার চেষ্টা করবো। অনুষদের বিভাগগুলোর শিক্ষকদের সঙ্গে বসে সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের দিকে আগাবো। এই অনুষদে তিনটি বিভাগ রয়েছে। সবাই কিন্তু সমান সুযোগ-সুবিধা পাচ্ছে না। বিভাগগুলোতে বিদ্যমান সংকট নিয়ে শিক্ষার্থীদের বিস্তর অভিযোগ রয়েছে। সকলের সহযোগিতায় এসকল সংকট নিরসনের মাধ্যমে শিক্ষার গুণগতমান নিশ্চিতে কাজ করে যাবো।’