হোম অন্যান্যসারাদেশ ইবিতে আইইউসাসের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ইবিতে আইইউসাসের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 81 ভিউজ
ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রংপুরের ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতগাড়া’ (আইইউসাস) এর নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডোরে এটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন। এসময় সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক সাইফুদ্দিন আল যোবায়ের ও সদস্য সচিব আব্দুল হাকিম সহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয়। এবং ২০১৮-১৮ শিক্ষবর্ষের প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান।
এসময় নবীন শিক্ষার্থী আবু জুবায়ের ইসলাম ওয়াহেদী তার অনুভুতি ব্যক্ত করে বলেন, ইবিতে এসে ধাপ সাতগাড়া মাদ্রাসার একটি কমিউনিটি পেয়ে আনন্দ অনুভব করছি। বড় ভাইদের থেকে যে দিক-নির্দেশনা পেয়েছি সেগুলো আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার গতিপথকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে। তাদের পথ দেখানো পরামর্শ এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলেছে। আমাদের বিশ্বাস আমরা যেকোনো প্রয়োজনে বড় ভাইদের পাশে পাবো। পরবর্তীতে তাদের দেখানো পথ অনুযায়ী চলার মাধ্যমে এই সংগঠনের বিস্তৃতি আরো ছড়িয়ে দিব।
প্রবীণ শিক্ষার্থী সাইফুদ্দিন আল জুবায়ের বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইইউসাস ধাপ সাতগাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি প্রাণের সংগঠন। উত্তরবঙ্গ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় আগত ছাত্রদের জন্য এই সংগঠন একটি আস্থার জায়গা। আমরা আশা করি এ সংগঠনের মাধ্যমে ধাপ-সাতগাড়া মাদ্রাসার মাদ্রাসার ছাত্রদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন আরো সুদৃঢ় হবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন বলেন, ধাপ সাতগাড়া মাদ্রাসা একটি স্বনামধন্য মাদ্রাসা। এর শিক্ষার্থীরা শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়েই নয়, বরং দেশ ও দেশের বাইরে ছড়িয়ে আছে। সাতগাড়ার ছাত্ররা দেশের সকল ক্ষেত্রেই তদের যোগ্যতার স্বাক্ষর রেছে চলেছে। আইইউসাস আমাদের পরিবার। আমরা সুখে-দুঃখে একে অপরের পাশে দাড়াবো।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাবা মায়ের স্বপ্নকে বাস্তব রূপ দেয়ার জন্য তোমরা তোমাদের সময়কে কাজে লাগাবে। প্রবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের সামনের সময়টা অনেক চ্যালেঞ্জিং। সামনের চ্যালেঞ্জ মোকাবেলা করে তোমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে। তোমাদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।
পরে দুপুরে প্রীতিভোজ ও সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন