হোম অন্যান্যশিক্ষা ইবি শিক্ষার্থী ইয়াছিনের প্রথম বই ‘দ্বীনের পথে ফিরব যেভাবে’

ইবি শিক্ষার্থী ইয়াছিনের প্রথম বই ‘দ্বীনের পথে ফিরব যেভাবে’

কর্তৃক Editor
০ মন্তব্য 135 ভিউজ

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ইয়াছিন আরাফাতের প্রথম বই ‘দ্বীনের পথে ফিরব যেভাবে’ প্রকাশ পেয়েছে। ইয়াছিন বিশ্ববিদ্যালয়ে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

দেশের স্ব-নামধন্য প্রকাশনী, ‘নাসিহা পাকলিকেশন’ হতে বইটি প্রকাশ পেয়েছে। বইটির প্রচ্ছদমূল্য ২৬০ টাকা। বইটি অমর একুশে বই মেলার ছায়া প্রকাশনীর ৬১৯ নং স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও অনলাইন বুকশপ রকমারিতে ২০ শতাংশ মূল্য ছাড়ে পাওয়া যাচ্ছে বইটি।

বইটিতে মহান আল্লাহর অপরিসীম দয়ার বর্ণনার কথা উঠে এসেছে। এছাড়াও দ্বীনের পথে ফিরে আসার অভিনব কৌশল হিসেবে পবিত্র কুরআন অধ্যয়নের বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত মানবজীবনের চমৎকার কিছু বাস্তবধর্মী গল্প তুলে ধরা হয়েছে। বইটি অত্যন্ত সহজ, সাবলীল ও বোধগম্য ভাষায় রচিত। যাতে সাধারণ থেকে শিক্ষিত পাঠক সকলেই উপকার হাসিল করতে পারে।

বইটি সম্পর্কে তরুণ লেখক ইয়াছিন আরাফাত বলেন, আল্লাহমুখী ও দ্বীনমুখী করতে গিয়ে ব্যক্তিগত জীবনে যে সমস্যার সম্মুখীন হয়েছি এবং যুবসমাজকে দ্বীনের পথে ধাবিত করার জন্য করণীয় বিষয়গুলোই এই বইয়ে তুলে ধরেছি। আশাকরি বইটি একজন মুসলিমকে দ্বীনের পথে ফিরে আসতে প্রণোদনা যোগাবে।

প্রসঙ্গত, ইয়াছিন আরাফাত ২০০২ সালের ২০ এপ্রিল লক্ষীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নানাবিধ টানাপোড়ার মধ্যে শৈশবকাল পার করেন কৃষক পিতার সন্তান ইয়াছিন। তবে জীবনকে এগিয়ে নিতে সদা তৎপর ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয় অধ্যয়নের শুরু থেকেই বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকায় লেখালেখি শুরু করেন। এই স্বল্প সময়ের তার প্রকাশিত ফিচার, প্রবন্ধ ও কলামের সংখ্যা অর্ধশতেরও অধিক ছাড়িয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন