হোম Uncategorizedবাংলাদেশ ইবি আইইউসাস এর নেতৃত্বে জয়নাল, মাসুদ

ইবি আইইউসাস এর নেতৃত্বে জয়নাল, মাসুদ

কর্তৃক Editor
০ মন্তব্য 7 ভিউজ

ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধাপ সাতগাড়া বাইতুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতগাড়া’ (আইইউসাস) এর ২০২৪-২৫ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়নাল আবেদীন সভাপতি এবং একই বিভাগের একই শিক্ষাবর্ষের মাসুদ রানা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

সোমবার (০৪ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টা আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এর আগে, গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সংগঠনটির বিশেষ সভায় আহ্বায়ক কমিটি করা হয়। এতে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুদ্দিন আল জুবায়েরকে আহ্বায়ক এবং দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের আব্দুল হাকিমকে সদস্য সচিব করা হয়। আহ্বায়ক কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়। পরে কমিটির সদস্যরা সংগঠনের সদস্যদের সাথে পরামর্শক্রমে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।

পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি নাসির বিন নুরুজ্জামান, মিজানুর রহমান, মুশফিকুর রহমান ও মারজানুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক নাদিরুজ্জামান, অর্থ সম্পাদক আবু মুসা আশয়ারী ও সহ-অর্থ সম্পাদক তাফহীমুল ইসলাম সৌরভ।

প্রচার সম্পাদক খাদেমুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক উমিদ হাসান, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিম ফয়সাল, আইটি সম্পাদক জাকারিয়া আল রাজী, সহ-আইটি সম্পাদক তারেক হাসান ও ক্রীড়া সম্পাদক সালেহ আহমেদ রায়হান।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল্লাহ হুমাইদী আল মাহদি, আবু সাইদ ও মারুফ বিল্লাহ।

সংগঠনটির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘আইইউসাস একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এটি দীর্ঘদিনের বহুল প্রত্যাশিত একটি সংগঠন। আমাদের পারস্পারিক সহযোগিতা, যোগাযোগ ও ব্যক্তিত্ববোধ বজায় রাখাই এ সংগঠনের মুল উদ্দেশ্য। আশাকরি এই সংগঠন আমাদের পারস্পারিক সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করবে এবং মানবিক সম্পর্ককে শক্তিশালী করবে।’

সংগঠনটির আহ্বায়ক সাইফুদ্দিন আল জুবায়ের বলেন, ‘দীর্ঘদিন ধরেই একটা ইচ্ছা ছিল ইবিতে সাতগাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের একই প্লাটফর্মে নিয়ে আসার। কিন্তু নানা প্রতিবন্ধকতা থাকার ফলে এটা হয়ে ওঠেনি। সাতগাড়া থেতে ইবিতে আগত শিক্ষার্থীদের একই প্লাটফর্মে নিয়ে আসার জন্যই আমাদের এই সংগঠন প্রতিষ্ঠা। এর মাধ্যমে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন ও পারস্পরিক সম্প্রতি বৃদ্ধি পাবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন