হোম খেলাধুলা ইন্দোনেশিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা

খেলাধূলা ডেস্ক:

এশিয়া সফরে দ্বিতীয় প্রীতি ম্যাচে কিছুক্ষণের মধ্যে মাঠে নামবে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার পর এবার তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ানদের বিপক্ষে আলবিসেলেস্তিদের একাদশ ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ বলা যায় ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটিকে। সোমবার (১৯ জুন) জাকার্তায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি মাঠে গড়াবে। এই ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি, উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া ও সেন্টারব্যাক নিকলাস ওতামেন্ডি। ওয়ার্কলোড কমাতে তাদের বিশ্রাম দিয়েছেন কোচ স্ক্যালোনি।

দলের সেরা তারকাদের বিশ্রাম দিলেও শক্তিশালী দলই খেলাচ্ছেন স্ক্যালোনি। ভাবা হয়েছিল, গোরক্ষকের পজিশনে খেলানো হবে রুল্লিকে। তবে মার্টিনেজকে নিয়েই একাদশ সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ। এদিকে আর্জেন্টিনার জার্সি গায়ে আজ অভিষেক হচ্ছে ১৮ বছর বয়সী উইঙ্গার ফ্যাকুন্ডো ভ্যালেন্টিন বুওনানোত্তে। আক্রমণে তার সঙ্গী আলভারেজ ও নিকো গঞ্জালেস।

ইন্দোনেশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ
এমি মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, ক্রিস্টিয়ান রোমেরো, মোলিনা, পেজ্জেলা, পারাদেস, লো সেলসো, পালাসিওস, হুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস এবং বুওনানোত্তে

সম্পর্কিত পোস্ট

মতামত দিন