হোম খেলাধুলা ইনজুরি নিয়েই জাতীয় দলের অনুশীলনে সাকিব

খেলাধূলা ডেস্ক:

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে না থাকলেও, সীমিত ওভারের সিরিজ সামনে রেখে ঢাকায় ফিরেছেন তিনি।

ইংল্যান্ড সফরে আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান সাকিব। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সাকিব পাড়ি জমিয়েছিলেন আমেরিকাতে। সেখান স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে সোমবার( ৬ জুন) দেশে ফেরেন সাকিব।

দেশে ফিরেই গতকাল চিকিৎসকের পরামর্শ নিয়েছেন সাকিব। মঙ্গলবার দুপুরে হাজির হয়েছেন মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামেও। এসময় ইনডোরে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলাপও করতে দেখা যায় টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে।

দুই দিন পর আঙুলে এক্সরে করা হবে সাকিবের। টেস্টে যদি ভালো ফলাফল পাওয়া যায়, তবে আফগানদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে থাকবেন সাকিব।

আফগান সিরিজের জন্য ২৯ মে থেকে চলছে ক্রিকেটারদের ক্যাম্প। প্রচণ্ড গরমে অনুশীলনে বিঘ্ন ঘটলেও, ফিটনেস ইস্যুতে সিরিয়াস বিসিবি। সেজন্যই হোম অব ক্রিকেটে নিয়মিত চলছে অনুশীলন।

রশিদ খানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৪ জুন। আফগান দল বাংলাদেশে পা রাখবে ১০ জুন। টেস্ট ম্যাচ শেষ করে আফগানরা যাবে ভারতে। সেখানে রোহিতদের সাথে সিরিজ শেষ করে আবার বাংলাদেশে আসবে গুরবাজ-রশিদরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন