হোম ফিচার ইতালিতে ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি, দুশ্চিন্তায় প্রবাসীরা

স্বাস্থ্য ডেস্ক :

ওমিক্রন দাপটে ইতালির করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ২০টি প্রদেশের মধ্যে ১১টিতেই মাঝারি ঝুঁকিপূর্ণ ইয়েলো জোনে প্রবেশ করেছে। আগামী সোমবার থেকে ঝুঁকিপূর্ণ অরেঞ্জ জোনে প্রবেশের কথা রয়েছে আরো ৪টি প্রদেশের।

ইতালিজুড়ে করোনা সংক্রামণের হার মারাত্মকভাবে বেড়েই চলেছে। অর্ধেকের বেশি প্রদেশ এরইমধ্যে মাঝারি ঝুঁকিপূর্ণ ইয়েলো জোনে প্রবেশ করেছে। যারমধ্যে লিগুরিয়া, ক্যালাব্রিয়া, মার্কে ও ত্রেন্তো এই ৪টি প্রদেশে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হয়েছে।

হাসপাতালগুলোতেও রোগী বেড়ে যাওয়ায় সোমবার থেকে প্রদেশগুলো ঝুঁকিপূর্ণ অরেঞ্জ জোনে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার। অরেঞ্জ জোনে প্রবেশের কারণে সাধারণ মানুষের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে এবং পার্টি, রেস্টুরেন্টে বসে খাওয়ার উপরও নিষেধাজ্ঞা দেয়া হবে।

ইতালির চলমান করোনা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন প্রবাসী বাংলাদেশিরাও। করোনার নতুন নিয়মে ইতালির পঞ্চাশউর্ধ্বো নাগরিকদের সবক্ষেত্রে সুপার গ্রিনপাস বাধ্যতামূলক করা হয়েছে।

কর্মক্ষেত্রে সুপার গ্রিনপাস ছাড়া প্রবেশ করলে ৬শ থেকে ১৫শ ইউরো জরিমানার বিধান করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় ৬০ হাজার থেকে দেড় লাখ টাকার সমপরিমাণ। এছাড়া সুপার গ্রিনপাস ছাড়া অরেঞ্জ জোনে কেউ প্রবেশ করতে পারবেন না। প্রচলিত সাধারণ গ্রিনপাস শুধুমাত্র ইয়েলো এবং হোয়াইট জোনে ব্যবহার করা যাবে।

এদিকে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অরেঞ্জ জোনে প্রবেশ ও কাজের ক্ষেত্রে প্রত্যেকের সুপার গ্রিনপাসের সঙ্গে বুস্টার ডোজ টিকাকে অগ্রাধিকার দেয়া হবে। সরকারের এই কঠোর নীতি বাস্তবায়নের পথে হাঁটছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন