আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের তেল শোধনাগারকে লক্ষ্য করে ছোড়া ইউক্রেনের তিনটি ড্রোন প্রতিহত করেছে রুশ বাহিনী। শনিবার (১৭জুন) বিষয়টি জানিয়েছে অঞ্চলটির গভর্নর আলেক্সান্দার বোগোমাজ। খবর এএফপির।
আলেক্সান্দার বোগোমাজ বলেছেন, রাতভর ইউক্রেনীয় সেনারা নভোজিবকভ জেলার ‘দ্রুজবা’ তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে। তবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের তিনটি ড্রোন প্রতিহত করেছে।
তবে ড্রোন হামলায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তিনি কোনো তথ্য জানাননি। তিনি রুশ সেনাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের সেনাদের পেশাদারিত্বকে ধন্যবাদ জানাই। তারা তিনটি ড্রোন ধ্বংস করেছে।’
সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন দুই দেশের মধ্যেই ড্রোন হামলার পরিমাণ বেড়ে গেছে। কিয়েভ ও মস্কো উভয়ই বেশ কয়েকেবার ড্রোন প্রাতহত করার দাবি জানিয়েছে।
এএফপির প্রতিবেদনে জানা গেছে, ইউক্রেন রাশিয়ার তেল সম্পদকে লক্ষ্য করে বাবরবার ড্রোন হামলা চালিয়েছে। এছাড়াও রাশিয়ান অধিভুক্ত ক্রিমিয়া উপদ্বীপ পুনরায় নিজেদের দখলে নেয়ার জন্য বারবার ওই অঞ্চলে হামলা চালিয়ে আসছে।
বৃহস্পতিবার (১৫জুন) মস্কোর নিযুক্ত গভর্নর সার্গেই আকসিওনভ জানান, ক্রিমিয়ান উপদ্বীপে ইউক্রেনের ৯টি ড্রোন ভূপতিত করেছে রুশ বাহিনী। গত সপ্তাহে রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর ভোরোনেজে ড্রোন হামলায় দুইজন আহত হন।