হোম আন্তর্জাতিক ইউক্রেন সীমান্তে বিধ্বস্ত রুশ বিমানের আরোহী কারা

ইউক্রেন সীমান্তে বিধ্বস্ত রুশ বিমানের আরোহী কারা

কর্তৃক Editor
০ মন্তব্য 101 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগোরদে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা সব আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সব আরোহী নিহতের খবর জানিয়েছে এনডিটিভিও।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিমানটিতে থাকা ইউক্রেনের ৬৫ জন যুদ্ধবন্দি নিহত হয়েছেন। কিন্তু বিমানটিতে কোনো যুদ্ধবন্দি থাকার কথা অস্বীকার করেছে ইউক্রেন।

প্রতিবেদন মতে, ওই বিমানে রুশ বাহিনীর হাতে বন্দি হওয়া ইউক্রেনের সেনাবাহিনীর ৬৫ জন সদস্য, ৬ জন ক্রু এবং যুদ্ধবন্দিদের পাহারায় নিয়োজিত ৩ জন ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে বেলগোরদের উত্তর-পূর্বে ৭০ কিলোমিটার দূরে ইয়াবলোনোভো গ্রামের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

বেলগোরদের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, ‘বেলগোরদ অঞ্চলে বিধ্বস্ত হওয়া সামরিক বিমানটিতে থাকা সব যাত্রী নিহত হয়েছেন।’

তিনি জানান, শহরের উত্তর-পূর্বে কোরোচানস্কি নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে এবং তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। তদন্তকারী এবং উদ্ধারকর্মীরা এরমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন।

এদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘ক্রেমলিন দুর্ঘটনার বিষয়ে অবগত আছে।’ তবে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি।

অন্যদিকে বিমানটিতে কোনো যুদ্ধবন্দি থাকার কথা অস্বীকার করেছে ইউক্রেন। দেশটির জেনারেল স্টাফের একটি সূত্র জানিয়েছে, বিমানটি ইউক্রেনীয় সেনারাই বিধ্বস্ত করেছে। কারণ তাদের ধারণা ছিল, বিমানটি এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র বহন করছিল। যে ক্ষেপণাস্ত্র দিয়ে খারকিভে ভয়াবহ হামলা চালানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন