আন্তর্জাতিক ডেস্ক:
নানা উদ্যাপন ও আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব। তবে পাল্টাপাল্টি গোলাবর্ষণের মধ্যদিয়ে নতুন বছর শুরু করেছে ইউক্রেন ও রাশিয়া। এসব হামলায় উভয় পক্ষে হতাহতের ঘটনাও ঘটেছে।
আল জাজিরার প্রতিবেদন মতে, বছরের প্রথম দিন সোমবার (১ জানুয়ারি) ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসায় হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে রাশিয়া অধিকৃত পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কেও হামলা হয়েছে। এসব হামলায় উভয় পক্ষের মোট পাঁচজন নিহত হয়েছে।
কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি। তারা একে অপরের ওপর দোষারোপ করেছে। দোনেৎস্ক অঞ্চলের রুশপন্থি প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, দোনেৎস্কে ইউক্রেন একাধিক রকেট সিস্টেম থেকে ব্যাপক হামলা চালিয়েছে। এসব হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন।
এদিকে ওডেসা শহরের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, ‘ওডেসায় রুশ বিমান হামলায় একজন নিহত হয়েছেন।’ তিনি বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন হামলা প্রতিহত করে। ড্রোনের ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন আবাসিক ভবনে আছড়ে পড়ে। এতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, ‘মানুষ বলে বছরের প্রথম দিন যেভাবে কাটাবে, বাকি দিনগুলো সেভাবেই কাটবে। তবে এ বছর ইউক্রেন এই চিরাচরিত নিয়ম ভেঙেছে। এখন ইউক্রেনের মন্ত্র একটাই। তা হলো আমাদের বাচঁতে হবে। আমাদের জিততে হবে।’