হোম খেলাধুলা ইংল্যান্ডের টেস্ট দলে তিন নতুন মুখ

স্পোর্টস ডেস্ক:

আগামী বছরের জানুয়ারিতে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। স্টোকসের অধিনায়কত্বে ১৬ সদস্যের ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন তিন নতুন খেলোয়াড়।

আগামী বছরে নতুন এক ইংল্যান্ড দলের দেখা মিলবে। টেস্ট দলের নেতৃত্বে থাকছেন সেই বেন স্টোকস। তবে নতুন বছরে অনুষ্ঠিত প্রথম টেস্ট সিরিজেই নতুন তিন ক্রিকেটারকে নিয়ে দল সাজিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে রাখা হয়েছে চারজন স্পিনারকে। নতুন মুখের মধ্যে রয়েছেন শোয়েব বশির, রেহান আহমেদ এবং টম হার্টলি।

এদিকে ইংল্যান্ডের নিয়মিত ক্রিকেটার ক্রিস ওকস, লিয়াম ডওসন এবং উইল জ্যাকসকে দল থেকে বাদ দেয়া হয়েছে। তবে দলে রাখা হয়েছে অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন, ব্যাটসম্যান জো রুট এবং জনি বেয়ারস্টোর মতো ক্রিকেটারদের।

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড
বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, বেন ফোকস, টম হার্টলি, জ্যাক লিচ, অলি পোপ, অলি রবিনসন, জো রুট, মার্ক উড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন