খেলাধূলা ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ভারত। সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না টিম ইন্ডিয়া কাপ্তান রোহিত শর্মা। ডাগআউটে বসে কেঁদেই ফেললেন ভারত অধিনায়ক। এ সময় তাকে সান্ত্বনা দিতে দেখা যায় কোচ রাহুল দ্রাবিড়কে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেডে টস হেরে ব্যাট করতে নেমে শুরুর বিপর্যয় সামলে হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ৩৩ বলে ৬৩ রানের ইনিংসে ভর করে ১৬৯ রানের টার্গেট দাঁড় করায় ভারত। তবে ইংলিশ দুই ব্যাটার অ্যালেক্স হেলস ও জস বাটলার মিলে চ্যালেঞ্জিং টার্গেটটাকেও মামুলি বানিয়ে ছেড়েছেন। শেষ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ২৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে দুই ওপেনার।
ইংল্যান্ডের কাছে লজ্জার হারের মুহূর্তে ডাগআউটে চুপচাপ বসে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তার চোখ ছলছল করছিল তখন। ক্যামেরায় যা এড়ায়নি। তাকে দেখে বোঝা যাচ্ছিল, কতটা হতাশ ও ক্ষুব্ধ তিনি। হার মেনে নিতে পারছিলেন না।
রোহিতকে বসে থাকতে দেখে তার কাছে আসেন দ্রাবিড়। রোহিতের পিঠে হাত রাখেন ভারতের কোচ। তাকে সান্ত্বনা দেন। বেশ কিছুক্ষণ দ্রাবিড়ের সঙ্গে কথা বলেন রোহিত। তারপর কিছুটা শান্ত হন তিনি। কিন্তু হারের হতাশা বারবার ধরা পড়ছিল রোহিতের চোখেমুখে।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হেরে যাওয়ার পরেও কেঁদেছিলেন রোহিত শর্মা। সে বারের বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন তিনি। ভারতকে সেমিফাইনালে তোলার পেছনে তার সব থেকে বড় অবদান ছিল।
কিন্তু সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ছিটকে যায় ভারত। তাই নিজেকে ধরে রাখতে পারেননি রোহিত। আরও একবার সেই ছবি দেখা গেল।