হোম অন্যান্যসারাদেশ ই- নথি কার্যক্রমে সারা দেশের মধ্যে তৃতীয় অবস্থানে ডুমুরিয়া উপজেলা

ই- নথি কার্যক্রমে সারা দেশের মধ্যে তৃতীয় অবস্থানে ডুমুরিয়া উপজেলা

কর্তৃক
০ মন্তব্য 94 ভিউজ

ডুমুরিয়া (খুলনা ) প্রতিনিধি :

ই- নথি কার্যক্রমে সারা দেশের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। আই সিটি বিভাগের এ টু আই এর মে- ২০২০ মাসের ই- নথি র্কাক্রমের ফলাফল প্রকাশে দেশের মধ্যে তৃতীয় অবস্থান দখলের কৃতিত্ব অর্জন করেছে অত্র উপজেলা।

উপজেলা প্রশাসনের অফিস সূত্রে জানাযায়, ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম দক্ষতার সাথে তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যাবহার করার জন্য নিজেই সকল ধরনের ই- নথি কার্যক্রমের তদারকির মাধ্যমে গতিশীল করেন এবং অফিসের সকল কাজই ই- নথির মাধ্যমে সম্পন্ন করা এমনকি একে একে উপজেলা প্রশাসনের অধীনের প্রায় সকল দপ্তরের কার্যক্রম ই- নথির আওতায় আনেন যাতে করে সবাই খুব সহজে এবং কম সময়ের মধ্যে সেবা পান। ই- নথিতে সাধারণত দৈনন্দিন ডাক সমুহ আপলোড ও নিষ্পত্তি করণ, দাপ্তরিক নথি ও চিঠি পত্র গুলো ই- নথির মাধ্যমে কার্যক্রম সম্পন্নকরা হচ্ছে,যার ফল হিসাবে খুব অল্প সময়ের মধ্যে প্রাপকের নিকট সকল ধরনের চিঠি পত্র পৌছে যাচ্ছে। তাকে এ কাজের জন্য সহযোগিতা করছেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল হাই ও সহকারী প্রোগ্রামার আই সি টি শাহদাত হোসেন। এ সাফল্য নিয়ে কথা বললে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম বলেন, দেশে করোনা ভাইরাসের কারণে মানুষ ঘরের বাহিরে আসতে পারছেনা তাই ই- নথি কার্যক্রমটা জোরদার করা হয়েছে যাতে মানুষ সহজে তাদের সেবাটা পায় তারই ফল সরুপ আজ অত্র উপজেলার এই সাফল্য, যেটা এখনও চলমান ভবিষ্যতে ও এই সাফল্য ধরে রাখার চেষ্টা করা হবে এটা শুধু আমার একার কারণে হয়নি এটা সকলের চেষ্টার ফসল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন