হোম খেলাধুলা আয়ারল্যান্ড সিরিজের আগে সুখবর পেলেন সাকিব

 খেলার সংলাপ:

ক’দিন পরেই আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। একদিনের ক্রিকেটে বরাবরই ফেভারিট বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজেও এগিয়ে থাকবে সাকিব আল হাসানরা। এর আগে সুখবর এলো বাংলাদেশ শিবিরে। আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে বোলাদের তালিকায় এক ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান।

আজ বুধবার (৩ মে) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের র‍্যাংকিং হালনাগাদ করেছে। সেখানে ওয়ানডে বোলারদের তালিকায় দশম স্থান থেকে নবম স্থানে উঠে এসেছেন সাকিব। সাকিবের পয়েন্ট এখন ৬৩৬। তালিকায় সবার ওপরে যথারীতি অস্ট্রেলিয়ান বোলার জস হ্যাজেলউড। তার পয়েন্ট ৭০৫।

তবে অলরাউন্ডার হিসেবে সাকিব এক নম্বরেই আছেন। ৩৯২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে সবার ওপরে তিনি। দ্বিতীয় স্থানে আছেন আফগান তারকা মোহাম্মদ নবী। তার পয়েন্ট ৩১০।

চলতি মাসের ৯ তারিখ থেকে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে দলের সেরা তারকা সাকিবের র‍্যাংকিংয়ে এগিয়ে আসা নিঃসন্দেহে প্রেরণা জোগাবে দলকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন