হোম Uncategorizedবাংলাদেশ আড়াইশত শতাব্দীর পুরনো পাগলা মসজিদ। ইতিহাসের আজো নীরব সাক্ষী!

আড়াইশত শতাব্দীর পুরনো পাগলা মসজিদ। ইতিহাসের আজো নীরব সাক্ষী!

কর্তৃক Editor
০ মন্তব্য 166 ভিউজ

 

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছে আড়াই শতাব্দী পুরনো পাগলা মসজিদ। পাঁচ তলা উঁচু মিনারের মসজিদটির দানবাক্স খুললেই মিলে কোটি টাকা, স্বর্ণালঙ্কার সহ বৈদেশিক মুদ্রা।
ধর্ম, বর্ণ নির্বীশেষে এ মসজিদে দান করতে দেখা যায় সকল মানুষদের। কথিত আছে, পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে থামেন। তাকে ঘিরে সেখানে অনেক লোকজন সমাবেত হয়। ওই পাগলের মৃত্যুর পর তার সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে এটি পাগলা মসজিদ নামে পরিচিত হয়। ক্রমেই মসজিদটি মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের কাছেও পবিত্র ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে।
মসজিদের দানবাক্স খোলা হলেই কোটি টাকা সহ প্রচুর স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। এ সব টাকা ব্যাংকে জমা করা হয়। পরে দুস্থদের সহায়তা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে তা ব্যায় করা হয়।
প্রায় আড়াইশত বছরের পুরনো এ পাগলা মসজিদ। এ মসজিদে নারীদেরও নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। শুক্রবার এলেই মানুষ দান ক্ষয়রাত বেশি করে এ মসজিদে।
এক সময় দেওয়ানবাড়ির ওয়াকফকৃত মসজিদের ভূমির পরিমাণ ছিল ১০ শতাংশ। বর্তমানে এর পরিমাণ তিন একর ৮৮ শতাংশ বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন