কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় আ’লীগের উদ্যোগে আসন্ন পৌরসভা নির্বাচনে আ’লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ জানুয়ারী) বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্ত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ।
সভায় উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আ’লীগের নৌকা প্রতীকের মনোনিত পৌর মেয়র প্রার্থী যুগ্ম সাধারন সম্পাদক মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু,সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল,আ”লীগ নেতা ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, কপাই সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, আ’লীগ নেতা পৌর কাউন্সিলর মফিজুল ইসলাম, আকিমুদ্দীন আকি, মেজবাহ উদ্দীন দিলু, আ’লীগ নেতা আব্দুস সালাম, মাস্টার হাফিজুর রহমান, মফিজুল ইসলাম, আব্দুল মাজেদ সরদার, আনছার আলীসহ পৌর আ’লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী-সমর্থকবৃন্দ।
সভায় বক্তারা, আগামী ৩০ জানুয়ারী কলারোয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে ব্যক্তিগত মত পার্থক্য ভুলে যেয়ে সকল নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার আহবান জানান।
s