হোম অন্যান্যসারাদেশ আসন্ন কলারোয়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগ দলীয় মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বুলবুল

আসন্ন কলারোয়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগ দলীয় মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বুলবুল

কর্তৃক Editor
০ মন্তব্য 127 ভিউজ

দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :

আসন্ন কলারোয়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থীতা (নৌকা প্রতীক) লাভ করলেন উপজেলা আ”লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাস্টার মনিরুজ্জামান বুলবুল। আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়।

আ’লীগ সভানেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে সর্বসম্মতিক্রমে কলারোয়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল কে নৌকা প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় তৃতীয় ধাপে ৬৪ পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়ছে বলে স্থানীয় দলীয় সূত্রে জানা যায়। উল্লেখ্য, মাস্টার মনিরুজ্জামান বুলবুল দলীয় প্রার্থীতা লাভ করায় শনিবার সন্ধ্যায় কলারোয়া আ’লীগ দলীয় নেতা-কর্মীদের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভায় মেয়র পদে বুলবুলের দলীয় প্রার্থী চূড়ান্ত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে পৌরবাসী বিভিন্ন ভাবে আনন্দ- উচ্ছাস প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন