হোম এক্সক্লুসিভ আশুরা পালনে বিশ্বজুড়ে করোনার ছাপ

আশুরা পালনে বিশ্বজুড়ে করোনার ছাপ

কর্তৃক
০ মন্তব্য 158 ভিউজ

অনলাইন ডেস্ক :

পবিত্র আশুরায় বিশ্বজুড়ে প্রতি বছর নানা আয়োজন থাকলেও করোনার কারণে এবার তা সীমিত আকারে পালন হচ্ছে। করোনা মহামারির মধ্যে এ বছর দিনটি এসেছে ভিন্নভাবে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে তাজিয়া মিছিল হয় ইরাক, ইরান, পাকিস্তানে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দিনটিকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। মাস্ক পরে ও শরীরের তাপমাত্রা মেপে অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হচ্ছে।

ইরাকের কারবালায় ইমাম হোসেন ও ইমাম আব্বাসের মাজারে জড়ো হয়েছেন হাজারো শিয়া মুসলিম। ইমাম হোসেনের শাহাদাত স্মরণে তাজিয়া মিছিল বের করেন তারা। এ সময় নিজেদের শরীরে ছুরির গোছা দিয়ে আঘাত করতে থাকেন। মাতম করেন, ইয়া হোসেন, ইয়া হোসেন বলে।

পাকিস্তানে কড়া নিরাপত্তায় শোক মিছিল করেন, শিয়া মুসলমানরা। নিরাপত্তার অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে কাউকে কাউকে তল্লাশি করে, আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশি কড়া পাহাড়ায় ভারতের কাশ্মিরেও তাজিয়া মিছিল হয়েছে। তবে মিছিলে বাধা দেয় পুলিশ। তবে, বৈশ্বিক মহামারির কারণে, অনেকে ঘরে বসেই ইবাদত-বন্দেগিতে দিনটি পালন করেন। ইরানে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে মিছিলে অংশ নিতে বলা হয়।

৬১ হিজরির এ দিনে ফোরাত নদীর তীরবর্তী কারবালা প্রান্তরে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.)। সারাবিশ্বে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন