হোম অন্যান্যসারাদেশ আশুগঞ্জে এনসিপির কমিটিতে আওয়ামী লীগ নেতা!

আশুগঞ্জে এনসিপির কমিটিতে আওয়ামী লীগ নেতা!

কর্তৃক Editor
০ মন্তব্য 150 ভিউজ

নিউজ ডেস্ক:
আশুগঞ্জে নবগঠিত এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) উপজেলা সমন্বয় কমিটিতে স্থান পেয়েছে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে থাকা এক আওয়ামী লীগ নেতা। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

শনিবার (১২ জুলাই) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আশুগঞ্জসহ দেশের কয়েকটি উপজেলার কমিটি ঘোষণা করা হয়, যা দলটির ভ্যারিফায়েড ফেসবুক পেইজেও প্রকাশ করা হয়।

মোঃ আমিনুল ইসলাম ডালিমকে প্রধান সমন্বয়কারী ও জয়ন্তী বিশ্বাসসহ ৫ জনকে যুগ্ম সমন্বয়কারী করে ঘোষিত কমিটিতে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নবী হোসেন সাগরকে ৫নং সদস্য করা হয়েছে। এই ঘোষণার পরপরই স্থানীয় রাজনৈতিক মহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জ গোলচত্বরে ছাত্র ও সাধারণ জনগণের ‘বৈষম্যবিরোধী আন্দোলনে’ হামলার ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তাকে সরাসরি অংশ নিতে দেখা যায়।

এমন একজন নেতার ‘নতুন ধারার রাজনীতি’র কথা বলা একটি দলের কমিটিতে অন্তর্ভুক্তি এনসিপির আদর্শ ও অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন অনেকেই।

এ বিষয়ে এনসিপির আশুগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক সুফিয়ান আজাদ বলেন, ‘আমরা বিষয়টি জেনে বিব্রত। তার অতীত রাজনৈতিক ভূমিকা সম্পর্কে আগে জানা ছিল না। আমরা কেন্দ্রকে জানিয়ে দ্রুত সংশোধনের পদক্ষেপ নেব।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন