হোম অন্যান্যসারাদেশ আশাশুনির হাড়িভাঙ্গা-কোদন্ডায় মোবাইল কোর্টে ৪৪০০০ টাকা জরিমানা

এম এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে মাছে অপদ্রব্য পুশ ও লকডাউন অমান্য করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (৭ জুন) সকালে উপজেলার সদরের হাড়িভাঙ্গা মৎস্যসেট ও কোদন্ডায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খাঁন করোনা ভাইরাস এর ২য় ধাপ প্রতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নে হাড়িভাঙ্গা মৎস্যসেটে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় মৎস্য সেটের ৪টি দোকানে লকডাউন অমান্য করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দক্ষিণ কোদন্ডা গ্রামের তুলসি পাদ মন্ডলের বাড়িতে চিংড়ীতে অপদ্রব্য পুশের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা ও পুশকৃত ১২০ কেজি চিংড়ী জব্দ করা হয়।

পরে জব্দকৃত চিংড়ী বিনষ্ট করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও থানা পুলিশ তার সাথে ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন