হোম অন্যান্যসারাদেশ আশাশুনির শ্রীউলায় ৫ নং ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে ইউপি চেয়ারম্যানের সাকিল মতবিনিময়।

আশাশুনির শ্রীউলায় ৫ নং ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে ইউপি চেয়ারম্যানের সাকিল মতবিনিময়।

কর্তৃক Editor
০ মন্তব্য 137 ভিউজ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনি উপজেলার  শ্রীউলা  ইউপি চেয়ারম্যান অাবু হেনা সাকিল ৫নং ওর্য়াড হিন্দু সম্প্রদায়দের সঙ্গে  মতবিনিময় সভা করেছেন। বিকাল ৪টায় শ্রীউলা  ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নাকতাড়া বাজারে মইরোদি মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরুণ চক্রবতী।এসময়  চেয়ারম্যান অাবু হেনা সাকিল বলেন, বিগত দিনে আপনাদের ভোটে অামি নির্বাচিত হয়ে সর্বদা আপনাদর কল্যাণে  কাজ করে এসেছি। সরকারি যাবতীয় সুযোগ-সুবিধা দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে প্রকৃত সুফলভোগীদের মাঝে বিতরণ করেছি। মাদক, সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে প্রতিহত করার চেষ্টা করেছি।
ভবিষ্যতে যাতে সাধারণ মানুষের পাশে থেকে সকলকে সেবা দিতে পারি এবং শ্রীউলা  ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারি সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।এসময় বক্তব্য রাখেন  ইউপি সদস্য জালাল উদ্দিন,ইয়াছিন অালি,তহমিনা জোয়াদার, মুক্তিযোদ্ধা মুকবুল, ইউনিয়ন অা’লীগ সাবেক সাঃ সম্পাদক মিজানুর রহমান,সাবেক ইউপি সদস্য মাহমুদ, স্বপন, নাকতাড়া মন্দির সভাপতি মন্টু মন্ডল    ঢালিরচক মন্দির সভাপতি পিযুস ঢালী,উত্তর পাড়া দূর্গা মন্দির সভাপতি পঞ্চচ সরকার,কালি মন্দির সভাপতি বিপ্লব মন্ডল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন