হোম খুলনাসাতক্ষীরা আশাশুনির মহিষকুড়ে ৩ টি মৎস্য ঘের ভাঙচুর ও বাঁধ কেটে মাছ লুটের অভিযোগ

আশাশুনির মহিষকুড়ে ৩ টি মৎস্য ঘের ভাঙচুর ও বাঁধ কেটে মাছ লুটের অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 35 ভিউজ
সংকল্প ডেস্ক:
আশাশুনি উপজেলার মহিষকুড় মৌজায় দাবীকৃত চাঁদার টাকা ননা পেয়ে সন্ত্রাসী স্টাইলে ৩টি মৎস্য ঘেরের বাঁধ কেটে ছুটিয়ে দেওয়া ও জাল টেনে মাছ লুটের ঘটনা ঘটেছে। রবিবার রাত্র ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
থানায় দাখিলকৃত লিখিত এজাহার ও ঘের মালিক মহিষকুড় গ্রামের মৃত মাহবুবর রহমান,  আছাফুর রহমান ও শফি উদ্দীন জানান, তাদের মহিষকুড় মৌজায় ৩ খন্ডে ৪০ বিঘা জমির মৎস্য ঘের আছে। লুটপাটকারী শ্রীউলা গ্রামের মৃত ফজলুর রহমান সরদারের ছেলে মোশাররফ হোসেন মজনু, মোক্তার মাছুম আবেদীন মন্টু, মোশাররফ হোসেন মজনুর ছেলে রুসনাত সরদার, আকিত হোসেন, বাইনতলা গ্রামের এন্তাজ মোল্যার ছেলে মিন্টু অজ্ঞাতনামা ৩০/৩২ জনকে সাথে নিয়ে এলাকার সন্ত্রাসী চাঁদাবাজ ও ভূমিদস্যু। মজনু ও মন্টু আশাশুনি থানার জিআর ২০৩/২৪ নং মামলার আসামী। মন্টুর নামে একাধিক মামলা রয়েছে। মঞ্জু, মন্টু, রুসনাত ও অকিত বাদী মাগফুর রহমান বুলুর কাছে এক মাস পূর্বে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না পেয়ে ২০ দিন পূর্বে বাদীর ভাই হাফিজুলের মহিষকুড় মৎস্য সেটের কাটার ঘরে গিয়ে প্রকাশ্য দিবালোকে ১০ হাজার টাকা চাঁদা আদায় করে। তখন বলে তোর ভাই চাঁদার টাকা না দিলে তার মৎস্য ঘের জবর দখল ও লুটপাট করার হুমকী দেয়া হয়। গত ১৬ মার্চ রাত্র ৮ টার দিকে তারা রাম দা, কোপা, চাপাতি, ক্রেস, চাইনিজ কুড়াল, জিআই পাইপ, হাতুড়ি নিয়ে তাদের (বাদীদের) ৪০ বিঘা জমির ৩টি মৎস্য ঘেরের ঢুকে বাঁধ কেটে ছুটিয়ে দেয়। এসময় ঘেরে থাকা মোখলেছুর রহমানকে অস্ত্রের মুখে জিম্মী করে ঘেরে জাল টেনে ৩ লক্ষ টাকার মাছ মেরে লুটপাট করে নেয়। এক পর্যায়ে মোখলেছকে মারপিট করে তাড়িয়ে দিয়ে ঘেরের বাসার ২০ সহস্রাধিক টাকার মালামাল লুট করে এবং ঘরবাসা ভাংচুর করে ৫০ সহস্রাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এব্যাপারে মাগফুর রহমান (বুলু) বাদী হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন