আশাশুনি প্রতিনিধি :
আশাশুনির বড়দলে হারিয়ে যাওয়া মোবাইল ফোন নিয়ে এক গৃহবধুকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়াগেছে। গতকাল সকালে এ ঘটনাটি ঘটেছে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে। এ ব্যাপারে থানায় অভিযোগ সুত্রে জানাগেছে ডুমুরপোতা গ্রামের আবু তাহের গাজীর স্ত্রী রওশনারা খাতুন তার শিশু পুত্র রফি আহম্মদকে নিয়ে গোয়ালডাঙ্গা বাজারে কেনাকাটা করতে আসে।
এ সময় তার পানি খাওয়ার কথা বললে তার মা গোয়ালডাঙ্গা বাজারে অসিম কুন্ডুর পুত্র সুমন্ত কুন্ডুর ভাজার দোকানে ঢুকে পানি খাওয়ার কথা বললে দোকানদার বলে হাতে কাজ আছে ভিতরে যেয়ে পানি খান। ভিতরে ঢুকে পুত্রকে পানি খাওয়ানোর সময় ভুলবশত তার কাছে থাকা oppo(a৮৩) ২৫ হাজার টাকা মূল্যের টার্চ মোবাইল ফোনটি দোকানের টেবিলের উপরে রেখে চলে আসে সে সময় ওইখানে আলামিন ফকির বসাছিলো। কয়েক মিনিট পর মোবাইলের কথা মনে পড়লে দ্রুত ওই ভাজার দোকানে ফিরে এসে দোকানদারকে বলে দাদা ভুল করে কিছুক্ষন আগে বাচ্চাকে পানি খাওয়ানোর সময় মোবাইল ফোনটি ফেলে চলে গিয়েছিলাম।
এ কথা বলা মাত্রই গোয়ালডাঙ্গা অসিম কুন্ডুর পুত্র সুমন্ত কুন্ডুর ভাজার দোকানদার ও সেখানে বসে থাকা খেড়ায়ারডাঙ্গা গ্রামের আমিরুল ফকিরের পুত্র মাদকাসক্ত আলামিন ফকির ক্ষিপ্ত হয়ে গৃহবধু রওশনারা খাতুনকে বলে মিথ্যা কথা বলার যায়গা পাচ্ছনা বলে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ তাকে লাঞ্চিত করলে সে কোন কথা বলে নিরবে বাড়ীতে চলে যায়।
এ বিষয়টি ইউপি সদস্য জিএম মফিজুল ইসলামকে জানালে তিনি মোবাইলের মালিক কে সাথে নিয়ে পরের দিন বিকালে উক্ত ভাজার দোকানে যেয়ে পুনরায় মোবাইলের বিষয় জানতে চাওয়ায় তারা উত্তেজিত হয়ে মানঅপমান জনক কথা বার্তা বলাসহ ইট দিয়ে মারধর করার জন্য চেষ্টা করলে উপস্থিত জনতা ঠেকাইয়াদেয়। তখন ইউপি সদস্য জিএম মফিজুল ইসলাম বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তারা তাকে হুমকী দিয়ে বলে তোমার ক্ষমতা থাকলে থাকলে কিছু করে নিস।
এ বিষয় নিয়ে থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে এএসআই মিলন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোয়ালডাঙ্গা বাজারে ভাজার দোকানে উপস্থিত হয়ে এ ঘটনার তদন্ত করে উভয় পক্ষকে থানায় আসার জন্য বলে আসে। থানায় অভিযোগ করায় গৃহবধু রওশনারা খাতুনকে অভিযোগ তুলে নিতে আলামিন ফকির, সুমন্ত কুন্ডু ও আমিরুল ফকির বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকী দেওয়ায় বর্তমানে গৃহবধু চরম আতংকে রয়েছে।
এ ব্যাপারে ১৯ জুলাই ২০২১ তারিখে তাদের নামে ১০৭০নং একটি জিডি দায়ের করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করাসহ হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধারের জোর দাবী জানিয়েছে গৃহবধুসহ তার পরিবারের।