হোম অন্যান্যসারাদেশ আশাশুনির বড়দলে সাহেব আলীর প্রেম প্রতারনার ফাঁদে পড়ে সব কিছু হারিয়ে সর্ব শান্ত গৃহবধু

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনির বড়দলে এক গৃহবধু সাহেব আলীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে প্রতারনার স্বীকার হয়ে সবকিছু হারিয়ে এখন সর্ব শান্ত হয়ে পড়েছে। সে ন্যায় বিচারের দাবীতে আইনের দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে।

এ বিষয়ে থানার এজাহার সূত্রে ও প্রতারনার স্বীকার গৃহবধু দৈনিক যশোর পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধির কাছে তার অভিযোগ তুলে ধরে বলেন, তার স্বামী দীর্ঘ ৪/৫ বৎসর বিদেশে থাকা অবস্থায় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের হোসেন সরদারের পুত্র নারী লোভী প্রতারক সাহেব আলী সরদার (৪২) এ সুযোগে গৃহবধুকে প্রেম নিবেদন করে আসছিল। আমি প্রথমে তার ফাঁদে পা না দিলেও পরবর্তীতে তার প্রেম প্রস্তাবে রাজি হয়ে দীর্ঘ ৪ বৎসর যাবৎ চলে আমাদের প্রেমলীলা। আর ভালোবাসার সূত্র ধরে অত্যান্ত চতুর চালাক প্রতারক নারী লোভী সাহেব আলী আমার কাছ থেকে সোনার গহনা সহ বিদেশ থেকে পাঠানো আমার স্বামীর ৪/৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এভাবে তার মিষ্টি কথায় ভুলে টাকা পয়সা সোনা গহনা সবকিছু তার হাতে তুলে দিয়েছিলাম। ফলে আমি এখন সর্ব শান্ত হয়ে পড়েছি। তাই আমি আমার সোনার গহনা স্বামীর পাঠানো টাকা ফেরত পাওয়া সহ আমার সাথে যে প্রতারনা করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। বিষয়টি স্বামী সন্তানরা সহ আশেপাশের লোকজন জেনে গেলে লোক লজ্জার ভয়ে গৃহবধু সকলের অজান্তে বাড়ি ছেড়ে চলে যায়। দীর্ঘদিন ১৫ দিন তার কোনো খোজ খবর না পেয়ে তার পুত্র বাদী হয়ে আশাশুনি থানায় অভিযোগ দায়ের করে। বেশ কিছুদিন পর নিজে নিজে আবারো ফিরে আসে। কিন্তু তার সন্তানসহ আশেপাশের লোকজন তাকে আর ভালো চোখে দেখছেন না। আবার বিদেশ থেকে স্বামী স্ত্রীর উপর মোবাইল ফোনের মাধ্যমে চাপ সৃষ্টি তার পাঠানো কষ্টের অর্জিত অর্থ নিয়ে বাড়িতে ঢুকার জন্য। এমতাবস্থায় এদিকে না ওদিকেও না কোথাও নাই তার ঠাই দিশাহারা হয়ে পড়েছেন ঐ গৃহবধু।

এব্যাপারে ঐ প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে আশাশুনি থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। লিখিত এজাহার পেয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মমিনুল ইসলাম পিপিএম এর নির্দেশে এসআই নুর হোসেন খান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনার তদন্ত সম্পন্ন করে কর্তৃপক্ষকে অবহিত করেন। এঘটনায় আইনগত ব্যবসস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন