হোম অন্যান্যসারাদেশ আশাশুনির বড়দলে বিধবা নারী ৬ মাসের অন্তসত্তা হওয়ার অভিযোগের নিশানার তীর কামালের দিকে

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনির বড়দলে বিধবা নারী ৬ মাসের অন্তসত্তা হওয়ার অভিযোগের নিশানা ইট ভাটা সরদার কামালের দিকে। এ ঘটনাটি ঘটেছে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের মধ্যম বড়দল গ্রামে।

এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগে ও সরজমিনে ঘুরে ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, ইউপি সদস্য আব্দুর রশিদ গাজীর সাথে কথা হলে তারা জানান আমরা শুনেছি এমন একটি ঘটনা ঘটেছে তবে সামাজিক ভাবে এটি খুব খারাপ শুনতে লাগে। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীযেন গুরুত্বের সাথে তদন্ত করে যেন অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে সেই দাবী করছি।

তাছাড়া স্থানীয় খলিল গাজী, নুরুল ইসলাম, ভিক্টিমের শাশুড়ি জাহিরা বিবি ও তার পুত্র ইসমাইল হোসেন, কন্যা রিয়া খাতুন, যা ফাইমা খাতুন, আমেনা খাতুন, আছমা খাতুন, ভাইপো বাবু সহ একাধিক ব্যক্তি বর্গ জানান মধ্যম বড়দল গ্রামের মৃত লিয়াকাত আলী গাজীর স্ত্রী তাসলিমা খাতুনকে বিবাহের প্রলোভন দেখিয়ে একই গ্রামের নারী লোভী লম্পট মোহাম্মাদ আলী গাজীর পুত্র ইট ভাটা সরদার কামাল হোসেন গাজী দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে অবৈধ ভাবে মেলামেশা করে। ফলে বিধবা নারী ৬ মাসের অন্তসত্তা হয়ে পড়ে।

তবে এ বিষয় জানাজানি হওয়ায় এক পর্যায়ে ঘটনা ধামা চাপা দিতে বাচ্চা অপারেশনের মাধ্যমে নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র ও পরিকল্পনা মোতাবেক তাকে নারী লোভী লম্পট কামাল গাজী ও তার চাচাত ভাই খালেক গাজীর পুত্র গোলজার গাজী ও আব্দুল মজিত গাজী স্ত্রী মঞ্জিলা খাতুন সহ ডালিয়া খাতুনের সহযোগিতায় বিয়ে করবেন ২য় বার এমন প্রলোভন দেখিয়ে বাড়ী থেকে ঐ নারীকে নিয়ে যায়। কোথায় রেখেছে তা সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ ঘটনা নিয়ে কামাল গাজীর বাড়ী গিয়ে তাকে খোজাখুজি করলে বাড়ীর লোকজন কিছুই বলতে পারেন না বলে চুপচাপ ছিল। তবে কামাল গাজীর ব্যবহৃত ফোনটি বন্ধ থাকায় কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয় নি। এ বিষয় এলাকার সর্বস্তরের মানুষ উক্ত নারী লোভী লম্পট ও তার সহযোগীদের বিরুদ্ধে আইন গত ব্যবসস্থা গ্রহন পূর্বক ন্যায় বিচারের দাবী জানিয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন