এম এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। বুধবার তিনি এ সফরে বের হন।
উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ চলছে। এসব কাজের অগ্রগতি, গুণগন মান দেখার পাশাপাশি স্কুলের সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর নিতে তিনি এ সফর করেন। এদিন কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যদুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত সংস্কার কাজ পরিদর্শন করেন। একই সাথে মোবাইলে পাঠদান চলছে কি না এবং দীর্ঘ ছুটির সময় শিক্ষার্থীদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন ও যাচাই করেন।