এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া দক্ষিণ পাড়া আহলে হাদীস পুরাতন জামে মসজিদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) এ কমিটি গঠন করা হয়।
জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অবঃ অধ্যাক্ষ আলহাজ্ব মাওঃ ওবায়দুল্লাহ গযনফর, বুধহাটা এলাকা জমঈয়তের সভাপতি আলহাজ্ব মোশররফ হোসেন, মাওঃ আহসান উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ ৬/১১/২০ তারিখে মসজিদের কার্য নির্বাহী কমিটি গঠনের জন্য উপস্থিত ছিলেন। ঐদিন কমিটি গঠনের কাজ অসমাপ্ত ছিল।
গতকাল শুক্রবার মসজিদের মুসল্লিদের অংশ গ্রহনে অসমাপ্ত কমিটি সম্পন্ন করা হয়। মুসল্লিবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে জলিল উদ্দিন ঢালীকে মনোনীত করা হয়। এছাড়া সহ-সভাপতি পদে জোমাত আলি সরদার ও হামিদ উল্লাহ, সেক্রেটারী পদে মিজানুর রহমান গাজী, অর্থ সম্পাদক পদে আলী হোসেন সরদারসহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।