আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার দরগাহপুরে ইউনিয়নে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। শনিবার সকালে দরগাহপুর ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পণ্যসামগ্রী উদ্বোধনকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মীর আলিফ রেজা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের দিকনির্দেশনায় প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাহাতে সুলভ ও ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী ক্রয় করতে পারে তার জন্য এ ব্যবস্থা করা হয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায় ক্রমে প্রত্যন্ত অঞ্চলে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়ের ব্যবস্থা করব যাহাতে করে সাধারণ মানুষ উপকৃত হয়। এ সময় উপস্থিত ছিলেন দরগাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মিরাজ আলী ট্যাগ অফিসার পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ফিরোজ আহমেদ, ইউপি সদস্য মনিরুল ইসলাম শাহ আলম বাচ্চু, জাহাঙ্গীর আলম মিতু প্রমুখ।