এমএম সাহেব আলী, আশাশুনি :
আশাশুনির খাজরায় জোরপূর্বক জমি দখলের চেষ্টায় বাধা দেওয়ায় স্বামী স্ত্রী সহ একই পরিবারের ৩জন আহত হয়েছে। গতকাল সকালে এ ঘটনাটি ঘটেছে উপজেলার খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রামে। চেউটিয়া গ্রামের মৃত এলাহি গাজীর পুত্র নেছার আলী গাজীর কাপসন্ডা মৌজায় ২০০৪ নং খতিয়ানে ও নং ৩২৯, ১১৯৭,১২৮১,১৪৮০নং সহ আরও হাল দাগে ভীটাবাড়ী সংলগ্ন ০২ শতক জমি দীর্ঘদিন শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসছে।
কিছু দিন পূর্ব হইতে একই গ্রামের মৃত ওছিল উদ্দীন গাজীর পুত্র ওহাব গাজী গংরা উক্ত সম্পত্তি জবর দখলের নেওয়ার ষড়যন্ত্র করিয়া আসছিল। ঘটনার দিন মৃত ওছিল উদ্দীন গাজীর পুত্র এলাকার ত্রাস দুর্দান্ত প্রকৃতির ওহাব গাজীর নেতৃত্বে, ছাত্তার গাজীর পুত্র আব্দুল্লাহ গাজী, ওহাব গাজীর পুত্র রায়হান গাজী, ছাত্তার গাজীর পুত্র বাদসা ওরফে বুধু গাজী ও মানিক গাজী, মৃত ওছিল উদ্দীন গাজীর পুত্র ছামাদ গাজী, আব্দুল্লাহ গাজীর স্ত্রী খালেদা বেগম, ছামাদ গাজীর পুত্র মুর্শিদ গাজী, সামাদ গাজীর স্ত্রী মর্জিনা বেগম, ছাত্তার গাজীর পুত্র কলিম গাজী, মৃত মাদার গাজীর পুত্র মতি গাজী সহ আজ্ঞাতনামা ২/৩জন ভাড়াটিয়া মাস্তানদের নিয়ে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমি জবর দখল নিতে ঘেরা বেড়া কেটে ব্যাপক ক্ষতিসাধন করে ঘর নির্মানের চেষ্টা কারলে নেছার আলী গাজীর স্ত্রী রাবেয়া খাতুন বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে পরনের কাপড় চোপড় ছিড়ে ছুটে শ্লীলতাহানী ঘটানো সহ তার কানে থাকা স্বর্ণের ০২টি দুল ও গলায় থাকা একটি চেইন ছিনিয়ে নেয়। সে চিৎকার চেচামেচি করতে থাকলে গলা চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।
এসময় তার স্বামী নেছার আলী ও পুত্র আবু মুছা ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলে তাদেরকে ও এলোপাতাড়ী ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করা সহ পিতা নেছার গাজীর গায়ে থাকা জামার পকেট থাকা নগদ ১২/১৩ শত টাকা কেড়ে নেয়। এ ঘটনায় আশপাশের লোকজন টেরপেয়ে সেখানে আসতে থাকলে জমি জবর দখলে চেষ্ট কারিরা মামলা মকোদ্দমা না করার জন্য জীবননাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলিয়া যায়। আশপাশের লোকজন জখমী বৃদ্ধ পিতা ও মাতা সহ পুত্রকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়।
এ ব্যাপারে জখমী নেছার গাজী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ২/৩ জন অজ্ঞাত ব্যাক্তিকে আসামী করে থানায় লিখিত এজাহার দায়ের করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে ঘটনার সাথে জড়িতরা টের খবর পেয়ে থানার এজাহার তুলে নিতে হুমকি ধামকি অব্যাহত রেখেছে বলে আহতদের পরিবার জানায়। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহন পূর্বক ন্যায় বিচারের দাবী জানিয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভুগি পরিবার ও গ্রামবাসী।
