হোম অন্যান্যসারাদেশ আশাশুনির কুড়িকাহনিয়ায় পূর্ব শত্রুতা নিয়ে দুই দফা মারপিটে অন্তসত্তা গৃহবধু সহ আহত -৪

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনির কুড়িকাহনিয়ায় পূর্ব শত্রুতা নিয়ে দুই দফা মারপিটে অন্তসত্তা সহ ৪ জন গুরুত্বর জখম হওয়ার খবর পাওয়গেছে। গতকাল সন্ধ্যা ৭ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া ঢালী বাড়ী জামে মসজিদের সামনে। এ বিষয়ে থানায় লিখিত এজাহার সূত্রে জানাগেছে কুড়িকাহনিয়া গ্রামের আরশাদ আলী মোল্যার পুত্র আসাদুল ইসলাম খোকনের সাথে একই গ্রামের ওমর ঢালীর পুত্র হযরত ঢালী ও আবুল কাশেম ঢালীর পুত্র মারুফ বিল্লাহ ঢালীর বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছিল।

এ নিয়ে ঘটনার দিন পূর্ব হতে ওতে পেতে থাকা ওমর ঢালীর পুত্র হযরত ঢালীর নেতৃত্বে আবুল কাশেম ঢালীর পুত্র মারুফ বিল্লাহ ঢালী, মৃত মাদার ঢালীর পুত্র ওমর ঢালী, হেলাল ঢালীর পুত্র লিংকন, মৃত আবুল কাশেম ঢালীর পুত্র মাছুম ঢালী, মৃত আব্দুল হোসেন ঢালীর পুত্র হেলাল ঢালী, মাদার ঢালীর পুত্র আব্দুস সামাদ ঢালী, নুরুজ্জামানের পুত্র আশিক ঢালী সহ অজ্ঞাত নামা আর ও ৪/৫ জন চাইনিজ কুড়াল, ধারাল দা, জি আই পাইপ, সাবল, সাইকেলের চেইন সহ দেশীয় অস্ত্রে সস্ত্র নিয়ে আছাদুল ইসলাম খোকন মাগরিবের নামাজ পড়ে বাহির হওয়া মাত্র সালাকে ধর বলে চার দিক থেকে তার উপরে হামলা করে বেপরোয়া মারপিট করে তাকে গুরুত্বর জখম করে।

খবর পেয়ে তার ভাগিনা মকসেদ আলীর পুত্র মফিজুল ইসলাম, অন্তসত্তা বোন মোকসেদ আলী স্ত্রী জাহানারা খাতুন ঠেকাইতে আসলে তাদেরকেও পিটাইয়ে ও কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। জখমিদের মধ্যে অন্তসত্তা বোন জাহানারা খাতুনের বাচ্চা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এঘটনাটি আশেপাশের লোকজন ও মসজিদের মুসল্লিরা দেখলেও কোনো রকম ঠেকানোর চেষ্টা করেনি ফলে মারপিটে আহত ভাটা শ্রমিক আহত আছাদুলের কাছা থাকা ৫০ হাজার টাকা ৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন কেড়ে নেয়। মারপিট কারীরা চলে যাওয়ার পর স্থানীয় কিছু লোকজনের সহযোগিতায় জখমী ৩ জনকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তির জন্য ইজি বাইকে নিয়ে আসলে হাসপাতালের সামনে আসলে মারপিট কারীরা আগেই সেখানে পৌছায়ে দাড়িয়ে ছিল।

পরবর্তীতে তারা আবারও তাদেরকে বেপরোয়া মারপিট করে। ঘটনাটি পুলিশ খবর পেয়ে সেখানে পৌছানোর আগেই মারপিট কারীরা পালিয়ে যায়। দুই দফায় মারপিটে গুরুতর আহত ৩ জন সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের মধ্যে অন্তসত্তা গৃহবধু জাহানারা ও তার ভাই আছাদুলের অবস্থা আশঙ্খাজনক। এব্যাপারে আছাদুল ইসলাম বাদী হয়ে আশাশুনি থানায় ৮ জনের নাম উল্লেখকরে আরো ৪/৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে থানা সূত্রে জানা গেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন