হোম অন্যান্যসারাদেশ আশাশুনির আনুলিয়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মির্জাপুর গাজীপাড়ায় শুক্রবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জি এম মতিয়ার রহমান।

প্রধান অতিথি ছিলেন, ৪নং ওয়ার্ড আ’লীগ সেক্রেটারী, উপজেলা তাতীলীগের আহবায়ক, সাবেক ছাত্রনেতা আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশাী শাহাবুদ্দিন সানা (মেম্বার)।

সভায় ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী ফারুকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান গাজী, আমান গাজী, পরিমল অধিকারী, মোক্তার হোসেন, গোলাম কুদ্দুছ,রফিকুল ইসলাম, স ম রুহুল আমিন, আবু বক্তর ছিদ্দিক, আঃ হাকিম গাজী, আঃ ছাত্তার সরদার, আঃ সামাদ সানা, আঃ ছাত্তার কারিকর, মোসলেম উদ্দিন, ছবেদ আলি খাঁ, মুনছুর আলি, আঃ ছবুর গাজী, আনছারুজ্জামান, আঃ মাজেদ, আনিছুর, মোকছেদ আলি, মেম্বার এনামুল হোসেন, সাবেক মেম্বার অহেদ আলি, ওয়ার্ড আ’লীগ সভাপতি/সেক্রেটারী শহিদুল ইসলাম, মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন