হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে সাংবাদিক সাহেব আলীর ভাইয়ের দাফন সম্পন্ন

আশাশুনিতে সাংবাদিক সাহেব আলীর ভাইয়ের দাফন সম্পন্ন

কর্তৃক Editor
০ মন্তব্য 109 ভিউজ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনি রিপোটার্স ক্লাবের সহ সভাপতি সাংবাদিক সাহেব আলীর সেজ ভাই আইয়ুব আলী মোড়ল (৪৯) এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাত ৮টা ৫০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহে…. রাজিউন)। পরিবার সুত্রে জানাগেছে আশাশুনি সদরের মৃত আব্দুল মজিদ মোড়লের সেজো পুত্র আইয়ুব আলী মোড়ল দীর্ঘদিন যাবৎ মরন ব্যাধি ক্যান্সার আক্রান্ত ছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী ও ৮ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার সকাল ১১ টায় আশাশুনি হাফিজিয়া মাদ্রাসা চত্বরে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউ,পি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, আশাশুনি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, বিএনপি নেতা নুরুল হক খোকন, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক,খুলনা সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এস, এম হোসেনুজ্জামান হোসেন, ইউ,পি সদস্য তারিকুল আওয়াল সেজে, প্রাক্তন শিক্ষক মাওঃ মো: শফিউল্লাহ, প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ, শিক্ষক হাফেজ আবুজার গিফারি,মাওঃ মইনুর ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, বিএনপি নেতা আকবার আলী মোড়ল, বড়দল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন, রিপোটার্স ক্লাবের দপ্তর সম্পাদক আহসান উল্লাহ বাবলু, উপজেলা যুবদল সভাপতি জাকির হোসেন বাবু,বড়দল ভূমিহীন সমিতির সেক্রেটারী আবুল হোসেন রাজুসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের ভাইপো সৌরভ হোসেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ আবুল কাশেম। আগামী শুক্রবার জুম্মাবাদ মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আশাশুনি সদরের বিভিন্ন মসজিদে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন