হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আশাশুনিতে শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কর্তৃক
০ মন্তব্য 87 ভিউজ

এম,এম সাহেব আলী, আশাশুনি :
আশাশুনিতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সঞ্চালনায় সভায় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় অফিসার মোঃ করিমুল হক, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ইনসট্রাক্টর হাসানুজ্জামান, ইউআরসি ইন্সট্রাক্টর শেখ ইমান উদ্দিন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, কাদাকাটি ইউপি সচিব প্রমুখ আলোচনা রাখেন। সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর মোড়ালে পুস্তস্তবক অর্পন, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, সামাজিক দুরত্ব বজায় রেখে আলোচনা সভা, সকল প্রতিষ্ঠাতা জাতীয় ও কালো পতাকা উত্তোলন, জুম আ্যাপসের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাথমিক. মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মসজিদ মন্দির ও গীর্জায় বিশেষ দোয়া, মীলাদ মাহফিল ও প্রার্থনা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন