হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে মোবাইল কোর্টে ২০০০ টাকা জরিমানা

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর লকডাউনের ২য় দিনে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বিভিন্ন বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করা ও কঠোর লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে কালিবাড়ি বাজারের আফজাল, আশরাফুল ও ইসমাইলকে ১০০ টাকা, গাজীরহাটের আবুল কাশেমের পুত্র আসাদুল্লাহকে ১০০ টাকা, গোদাড়া গ্রামের ব্যবসায়ী হাফিজুল মোড়লের পুত্র মামুনকে ১০০০ টাকা, বেউলা গ্রামের ব্যবসায়ী আজিজ সরদারকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়।

লকডাউন মেনে ৯ টা থেকে ১২ টার মধ্যে দোকানপাঠ খোলা রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান বন্দ রাখার আদেশ প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন