হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে মামলায় স্বাক্ষী হওয়ায় চেয়ারম্যান লিটনের নির্দেশে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ

আশাশুনিতে মামলায় স্বাক্ষী হওয়ায় চেয়ারম্যান লিটনের নির্দেশে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ

কর্তৃক
০ মন্তব্য 100 ভিউজ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম লিটনের বিরুদ্ধে মামলা হওয়ায় ক্ষিপ্ত হয়ে ,মামলার স্বাক্ষী হারুন শিকারীকে চেয়ারম্যানের নির্দেশে প্রকাশ্যে দিবালোকে অর্তকিত হামলা চালিয়ে দু’পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাজাপুর বৌবাজার সানা এন্টারপ্রাইজে এ লোমহর্ষক ঘটনা ঘটে। বিভিন্ন সুত্রে জানাগেছে আনুলিয়া ্ইউনিয়নে ৪নং ওয়ার্ডে দীর্ঘদিনের বঞ্চিত ইউপি সদস্য শাহাবুদ্দীন সানা বিগত ১০বছরের আনুলিয়া ইউনিয়নের আলমগীর আলম লিটনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ,দূনীতির ফিরিস্তি তুলে ধরে গত ৬ আগষ্ট-(৭) নং মামলা সাতক্ষীরা স্পেশাল জজ আদালতে দায়ের করেন।

মামলাটি বিজ্ঞ আদালত দুদকের চেয়ারম্যানের উপর তদন্তভার অর্পন করেন। মামলা হওয়ার পর দূনীতি বাজ চেয়ারম্যান ও তার একান্ত সহযোগী ইউপি সদস্য আলম, শতকাত হোসেন , জিয়ারুল ও সুজনসহ ১০/১২জনের একটি সন্ত্রাসী বাহিনী এ অর্তকিত হামলা চালিয়েছে। এর মধ্যে মামলার বাদী ও স্বাক্ষীদের দফায় দফায় জীবন নাশের হুমকী অব্যহত রেখেছে। এ নিয়ে চেয়ারম্যান লিটনসহ তার পরিষদবর্গদের নামে থানায় জিডি করা হয়েছে (যার জিডি নং-৫৬০)। সেসুবাদে মধ্যম একসরার মৃত জেহের আলী শিকারীর ছেলে হারুন শিকারী স্বাক্ষী হওয়ায় তার উপর দীর্ঘদিন চাপ সৃষ্টি করায় রাজি না হওয়ায় এ পর্যায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটিয়েছে বলে ক্ষতি গ্রস্থ পরিবার জানিয়েছেন।

এ ব্যাপারে আনুলিয়া ইউনিয়নের আ’লীগের সাধারন সম্পাদক ফারুক হোসেনর কাছে জানতে চাইলে তিনি বলেন বিগত ১১সাল হতে অদ্যবধি চেয়ারম্যান লিটনের অনিয়ম দূনীতির কথা আমি যদি বলি আপনারা সাংবাদিকরা লিখে শেষ করতে পারবেন না। তার ক্ষমতার দাপট সন্ত্রাসী বাহিনী আনুলিয়া ইউনিয়নের অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে জিম্মি করে রেখেছে । বিচারের নামে ইউনিয়টিতে চলছে জুলুম অত্যাচার আর নির্যাতন। আমি আ’লীগের পক্ষ থেকে জেলা পর্যায়ের নেতৃবৃন্দের কাছে সরেজমীনে তদন্ত পূর্বক তার দলীয় পদ থেকে অব্যহতি দিয়ে ইউনিয়নের মুজিব আদর্শের সৈনিকদের পুনঃউজ্জিবিত করার করার দাবী জানাই। পাশাপাশি যে কোন মুহুর্তে আমি সহ আমার পরিবার চেয়ারম্যান লিটনের সন্ত্রাসী বাহিনী কর্তৃক জানমাল হারানোর সম্ভবনা বিদ্যমান বলে আমি মনে করি। এ রিপোর্ট লেখা পর্যন্ত খবর পেয়ে আশাশুনি থানার ওসি মোহাম্মদ গোলাম কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানাগেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন