হোম খুলনাসাতক্ষীরা আশাশুনিতে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

আশাশুনিতে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 121 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

আশাশুনির চাপড়ায় মাটি চাপা পড়ে জামিরুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার দুপুরে মরিচ্চাপ নদের চাপড়া এলাকায় এ ঘটনা ঘটে।জামিরুল ইসলাম উত্তর চাপড়া গ্রামের মামুদ আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, জামিরুল, তার ভাই ইমামুল ও চাচাতো ভাই আনারুলসহ আরো অনেকে চাপড়া হিন্দোল যুব সংঘের মাঠ সংলগ্ন এলাকায় মরিচ্চাপ নদীর খননকৃত মাটি কাটার কাজ করছিলেন। এক পর্যায়ে স্তুপ করা মাটি ধ্বসে পড়লে জামিরুল মাটি চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মাটি সরিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিরুলকে মৃত বলে ঘোষণা করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন