আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর আওতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমানের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ইয়ানুর রহমান। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সার্বিক সহযোগীতায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আল. আবু দাউদ, দীপঙ্কর কুমার সরকার দীপ, রুহল কুদ্দুস, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, মাওঃ আবুবক্কর সিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস.এম আহসান হাবিব, প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ। সভায় মা ও শিশু সহায়তা বিষয়ে বিভিন্ন প্রকার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
