হোম রাজনীতি আশাশুনিতে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি:

আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্রা চত্বরে এ অনুষ্ঠানের আযোজন করা হয়। নবাগত ইউএনও নাজমুল হোসাইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, সহকারী কমিশনার ভূমি শাহিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরুণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, শিক্ষা অফিসার মোঃ বাকি বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার প্রমূখ উপস্থিত ছিলেন।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন