হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে বাদীকে খুন ও গুমের হুমকি,থানায় জিডি গ্রহন না করায় পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

আশাশুনিতে বাদীকে খুন ও গুমের হুমকি,থানায় জিডি গ্রহন না করায় পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

কর্তৃক
০ মন্তব্য 103 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার আশাশুনির নাছিমাবাদে চাঞ্চল্যকর বাবর আলী হত্যা মামলার আসামী কর্তৃক বাদীকে খুন ও গুমের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদী শাহিনুর রহমান বাবু আশাশুনি থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি গ্রহন না করায় তিনি কোন উপায় না পেয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে ডাকযোগে আবেদন করেছেন।

তিনি তার লিখিত আবেদনে উল্লেখ করেছেন, তার ফুফা বাবর আলী হত্যা মামলার তিনিই বাদী। যা আশাশুনি থানার জি আর ১৩৯/২০ (আশাঃ), থানার মামলা নং-১১, তারিখ-২৩-০৫-২০২০। এ মামলার এজাহার নামীয় ১৪ নং আসামী রুহুল কুদ্দুস ও ১৫ নং আসামী আনিছুর রহমানকে গত ২৫-০৫-২০২০ তারিখে পুলিশ গ্রেফতার করেন।

এরপর আসামী আনিছুর গত ২৫-০৬-২০২০ তারিখে জেলা ও দায়রা জজ আদালতের ভার্চুয়াল ১২২/২০ নং কেস মুলে জামিন পান। জামিন পাওয়ার পর গত ২৮-০৬-২০২০ তারিখ সন্ধ্যা ৭ টার দিকে এ মামলার আসামী নাছিমাবাদ গ্রামের আনারুল হক গাজী, আহসান উল্লাহ পচা, হাফিজুর রহমান, ফজলে করিম গাজী, আব্দুল মজিদ ও জামিনপ্রাপ্ত আনিছুর রহমানসহ ৩/৪ জন তার (বাদী শাহিনুর রহমান বাবুর) বসত বাড়িতে এসে মামলা তুলে না নিলে তাকে খুন ও গুম করার হুমকি দিয়ে চলে যান।

তিনি তার লিখিত আবেদনে উল্লেখ করেছেন, এ ঘটনায় রফিকুল ইসলাম, আবুল হোসেন মোড়ল, রেজাউল করিম, আবু জাফর, নুরুজ্জামানসহ আরো অনেকেই বিষয়টি জানেন। তারা স্বাক্ষী হিসেবে আইন আদালতে বিষয়টি প্রমানও করবেন। উক্ত ঘটনায় গত ০২-০৭-২০২০ তারিখে হুমকিদাতা আসামীদের বিরুদ্ধে আশাশুনি থানায় জিডি করতে গেলে প্রথমে কর্তব্যরত অফিসার স্বাক্ষর করিয়া উক্ত কাগজে জিডি নাম্বার দেন।

এরপর জিডির কাগজে সিল স্বাক্ষর দেয়া অবস্থায় ফ্লুয়েট দিয়ে তা মুছে আবারও তার কাছে (বাদীর কাছে) কাগজটি ফেরত দেয়া হয়। তিনি তার আবেদনে আরো উল্লেখ করেছেন, উক্ত আসামীদের দ্বারা যে কোন মুহুর্তে হত্যা, খুন ও শান্তি ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকায় তিনি পুলিশ সুপারের মাধ্যমে জিডিটি গ্রহনের আবেদন জানিয়েছেন। একই সাথে তিনি অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করিয়া তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন