হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে পুলিশ সুপার এর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান

আশাশুনিতে পুলিশ সুপার এর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান

কর্তৃক
০ মন্তব্য 89 ভিউজ

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনিতে পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ খাদ্য সামগ্রী বিতরণ করেন এএসপি সার্কেল শেখ ইয়াসিন আলী। আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৬০০ পরিবার ও শ্রীউলা ইউনিয়নের ৬০০ পরিবার মোট ১২০০ পরিবারের মাঝে প্রত্যেককে ১৪ কেজি করে আটা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ কালে এএসপি সার্কেল শেখ ইয়াছিন আলী বলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে ও দিকনির্দেশনায় আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের পানিবন্দি মানুষ যারা অসহায় অবস্থায় দিনযাপন করছে তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আমরা জনগণের সেবক হিসেবে সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। তিনি আরো বলেন আগামী দিনে এই এলাকার পানিবন্দি মানুষ খাদ্য সহায়তার পাশাপাশি যাহাতে চিকিৎসা সেবা পায় তার ব্যবস্থা করা হবে। খাদ্য বিতরণ কালে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির ওসি (তদন্ত) মোঃ মাহফুজুর রহমান এসআই হাসানুজ্জামান শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু পুলিশ কর্মকর্তা ও সদস্য বৃন্দ জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন