হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে পিকআপ-ইঞ্জিনভ্যান সংঘর্ষে গুরুতর আহত-১

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে পিকআপ-ইঞ্জিনভ্যান মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর ১২টার দিকে উপজেলা চাপড়া-সাতক্ষীরা সড়কের নওয়াপাড়া ফাঁকা জায়গায় গোয়াড়কাটা কালভাট সংলগ্ন।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানাগেছে, ওই সময় মহেশ্বরকাটি মৎস্য সেট থেকে কুল্যা ইউনিয়নের আরার গ্রামের রেজাউল ইসলামের পুত্র ইঞ্জিন ভ্যান চালক নাজমুল ইসলাম বাড়ী ফিরছিল। এ সময় সাতক্ষীরা থেকে আশাশুনি উদ্ধেশ্যে রওনা হওয়া গ্রামীন টাওয়ারের জেনারেটর বহনকারি পিকআপ (ঢাকা-মেট্রো-১১-০৩২৯),গন্তেব্যে পৌছানোর প্রাক্কলে উল্লেখিত কালভাটের উত্তর পাশে পৌছানো মাত্র মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইঞ্জিন ভ্যান চালক নাজমুল, ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত নাজমুলের, অবস্থা শঙ্খামুক্ত নয় বলে তার পরিবার সূত্রে জানগেছে। ততক্ষনে পিকআপ ও ভ্যান কোন লোকজন ছাড়াই ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখাগেছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন