হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরন রোভিং সেমিনার অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নত করন প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ রোভিং সেমিনারের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

উপসহকারি কৃষি কূ দীপক কুমার মল্লিকের পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস-চেয়ারম্যান মোসলিমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান।

বক্তারা এসময় কৃষিতে আগাম আবহবার্তা সরবরাহের মাধ্যমে ফসলের ক্ষয়-ক্ষতি রোধকল্পে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেমিনারে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০জন কৃষান-কৃষানী উপস্থিত ছিলেন। আয়োজিত সেমিনারে আশাশুনি উপজেলায় বরাদ্দকৃত বাজেট সম্পর্কে জানতে চাইলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা রাজিবুল হাসান বলেন, তথ্য অধিকার আইনে আবেদন করে বরাদ্দকৃত বাজেটের পরিমাণ জানতে পারবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন