আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি সদর ইউনিয়নের বানভাসি এলাকা পরিদর্শন শেষে আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকাকে রক্ষার জন্য কেরানি মোড় থেকে হাড়িভাঙ্গা বাজার পর্যন্ত রিং বাঁধ নির্মাণের ব্যবস্থা করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ বি এম মোস্তাকিম। বুধবার দুপুরে বানভাসি এলাকা পরিদর্শন শেষে রিংবাঁধের কাজ তদারকির সময় তিনি বলেন, শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি বেড়ীবাঁধ ভেঙে যাওয়ায় সেখান থেকে প্রবল বেগে প্রবাহিত পানির তোড়ে আশাশুনি সদর ইউনিয়নের তিনটি ওয়ার্ড নতুন করে প্লাবিত হয়েছে। এখন যদি সদর ইউনিয়নের কেরানির মোড় থেকে হাড়িভাঙ্গা বাজার পর্যন্ত রিং বাঁধ দেওয়া না হয় তাহলে সদর ইউনিয়নের তিনটি ওয়ার্ড, শোভনালী ইউনিয়নে ও কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হবে নতুন নতুন এলাকা। এজন্য এই রিং বাঁধটি দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় বিদায় আমি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলনসহ সকলের সাথে পরামর্শ করে নতুন রিং বাঁধ নির্মাণের ব্যবস্থা করেছি। তিনি আরও বলেন আমি প্রতিটি দুর্যোগে আপনাদের পাশে থেকে কাজ করেছি আপনারা মনে সাহস রাখুন নিশ্চই একদিন সব বিপদ কেটে যাবে। তিনি উপকূলের জনপদকে রক্ষার লক্ষ্যে টেকসই বেড়ি বাঁধ নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আওয়ামী লীগ নেতা বুদ্ধদেব সরকার, সমাজসেবক হরিপদ মন্ডল, শংকর সরকার,কেশব মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।