এম এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর পক্ষ থেকে ভ্যান শ্রমিক ও দোকানদারদের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে। শনিবার সকালে আশাশুনি সদরসহ বিভিন্ন স্থানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু সামাজিক দূরত্ব বজায় রেখে এ মাক্স বিতরণ করেন। মাক্স বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু বলেন, সম্প্রতি মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসাধারণকে সচেতন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য উপজেলা ব্যাপী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিমের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া তিনি আরও বলেন, করোনা ও আম্ফান মোকাবেলায় মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আগামীতে ফ্রি মেডিকেল টিমের মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়া হবে। এ সময় যুবলীগ নেতা ও সাংবাদিক এম এম সাহেব আলী, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিএম আলাউদ্দীন, ক্লাবের দপ্তর সম্পাদক আহসান উল্লাহ বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
