আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিআরডিবি মিলনায়তনে উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা উত্তরণের ভূমি কমিটির কর্মকর্তা ও সদস্য আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, আশাশুনি রিপোটার্র্স ক্লাবের সেক্রেটারী আব্দুস সামাদ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান, সাবেক প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার, শিক্ষক সেলিনা আক্তার সেলু, এড. গোলাম গণি দুদু, মোশাররফ হোসেন, সাংবাদিক এম এম সাহেব আলী, উত্তরণ সেন্ট্রাল ম্যানেজার শফিকুল ইসলাম, উত্তরণের ফিল্ড ফ্যাসিলিটেটর সমীর কান্তি বাছাড়, উত্তরণের ভূমি কমিটির কর্মকর্তা ও সদস্য আবু হেনা মোস্তফা কামাল, নিরঞ্জন কুমার মাহাতো, নিতাই ঢালী, নাসির উদ্দিন, তহমিনা রহিম, শিব পদ মন্ডল. কল্যানী সরকার, মর্জিনা খাতুন প্রমুখ।
সভায় বিভিন্ন ইউনিয়নে গৃহহীন ও ভূমিহীনদের গৃহ প্রদান কার্যক্রমে প্রকৃত যোগ্যদের গৃহ দেওয়া হয়েছে কিনা, অনিয়ম আছে কিনা সেব্যাপারে আলোচনা করা হয় এবং বিষয়টি খোঁজখবর নিতে সিদ্ধান্ত নেওয়া হয়। যাতে প্রকৃত জমি নেই ঘর নেই এবং সামান্য জমি থাকলেও গৃহ নেই এমন প্রকৃতির অসহায় পরিবাররা যাতে সরকারের এহেন মহৎ কার্যক্রমের আওতায় আনা হয় সে ব্যাপারে কাজের সাথে জড়িতদের পাশে থাকার বিষয়টি নিয়েও আলোচনা করা হয়।