আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি বাজার চান্নিতে আ’লীগ সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় জেল হত্যা দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এসএম সাহেব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আ’লীগের সভাপতি আব্দুল্লাহেল বাকি বাচ্চু , প্রধান বক্তা শ্রমিকলীগের আহবায়ক সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, বিশেষ উপজেলা আ’লীগ নেতা আছাদুল ইসলাম, বদিউজ্জামান মন্টু। উপজেলা যুবলীগ নেতা আমিরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা আলাউদ্দীন লাকী, উপজেলা তরুন লীগের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারন সম্পাদক মোতাহার হোসেন, স্বেচ্ছা সেবকলীগ সদর ইউনিয়ন সভাপতি সমীরন কুমার বাইন, স্বেচ্ছা সেবকলীগ শ্রীউলা ইউনিয়ন সভাপতি মুকুল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগ সহ তার সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে ও দেশ জাতির কল্যানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
